স্মৃতি

প্রকাশ | ০৪ মে ২০২৩, ১৩:০১

আশরাফুল মোসাদ্দেক

হয়ে গেছে টোস্ট বিস্কুট ও কফি

এবার ফেরার পালা

 

সময় কাছে এসে গেলে গোধূলি

বিমুক্ত করে মঞ্চের ভারী পর্দা

প্ল্যাটফর্মে সারি সারি প্রিয় মানুষের মুখ

বাসন্তী বৃক্ষের মতন উন্মুখ

 

ট্রেনের চুম্বক তাকে কামরায় তুলে নেয়

হুইসেলের আর্তনাদ যেন নিশ্চুপ নিনাদ

লণ্ডভণ্ড ভূমিকম্পে

ঝাপসা হয়ে যায় জানালার ফলকগুলো

 

যেন কুয়াশাচ্ছন্ন স্বপ্নের কোলাজ কণিকা

ছিটকে পড়ে সময়ের বিন্দুতে

কিছু প্রেমে কিছু অপ্রেমের মালা পরে ছুটে যায় ট্রেন

এখন কি মূল্যবান বলে আর কিছুই নেই

 

তবুও পকেট ভরে যায় সরিষার মাঠে

এবার ফেরার পালা