বিকেলের আলোকলতা

প্রকাশ | ০৪ মে ২০২৩, ১৩:০২

সোহরাব পাশা

মেঘের ভাষা ছিলো রাত্রিদের চোখে

বসন্ত ফোটেনি কোথাও

নদীর মাতাল ঢেউ ভাঙে জলের কবিতা,

 

হাসির শিকড় ছিঁড়ে যায়

থামে না গহিনের ঝড়;

 

আগুন-আঁধার জ্বলে হলুদ পাঁজরে

চোখে,

 

নীল প্রজাপতি-

আর ডালিম ফুলের লাল ভোরগুলি

দেখেছে শৈশব গুচ্ছ গুচ্ছ বুনো ফুল

বিকেলের আলোকলতায়

ঝিরঝিরে বৃষ্টি,

রাতের গল্প পড়ে আরেক সন্ধ্যের

 

পাতা ছুঁয়েছে আঙুল;

 

দূরের প্রান্তর ঘুরে ঘুরে ছুঁয়ে গেছে

মেঘবাড়ি

ওই বাড়িতে কী ঘোরে কেবল

জ্যোৎস্নাঘড়ির কাঁটা!

 

এখানে চোখ ছুঁইছুঁই সন্ধ্যে নামছে

ডুবে যাচ্ছে অচেনা শহর

ম্রিয়মাণ মানুষের মুখ--

অবিকল মানুষের মতো

ক্লান্ত-নগ্ন ছায়া