চুয়াডাঙ্গায় ছেলের অস্ত্রের আঘাতে বাবা জখম

প্রকাশ | ০৫ মে ২০২৩, ০৯:১৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা সিরাজ মল্লিক (৮৭) রক্তাক্ত জখম হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ পশ্চিমপাড়ায় ঘটে এ ঘটনা। 

জমি ভাগাভাগি করাকে কেন্দ্র করে ইয়াহিয়া ধারালো অস্ত্র চাকু দিয়ে সিরাজ মল্লিককে জখম করে বলে পরিবারের লোকজনের দাবি। 

আহত সিরাজ মল্লিক একই এলাকার মৃত আইনউদ্দিন মল্লিকের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

আহত সিরাজ মল্লিক অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে আমার মেজো ছেলে ইয়াহিয়াকে বলি আমি আর ক’দিনই বাঁচবো। তাই আমার ৫ ছেলের মধ্যে আমার সমস্ত জমি ভাগাভাগি করে দিতে চাই। এতে ইয়াহিয়া রাজি না হয়ে আমার সঙ্গে উগ্র আচরণ করতে থাকে। দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইয়াহিয়া ঘর থেকে ধারালো অস্ত্র চাকু বের করে এনে আমাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। 

পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, ধারালো কিছু দিয়ে ওই বৃদ্ধকে আঘাত করা হয়েছে। বুক, হাত ও পাসহ তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হযেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। 

আরও পড়ুন: কেসিসি নির্বাচনে ভোটার বেড়েছে ৪২ হাজার

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি এবং বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

(ঢাকাটাইমস/৫মে/এসএম)