চুয়াডাঙ্গায় কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২৩, ১৪:৩৭

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় কৃষকের জমির ধান কাটা শুরু করেছেন ছাত্রলীগ। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের কৃষক মজিবর রহমানের জমির ধান কেটে দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীর সহযোগিতায় এ ধান কাটা কর্মসূচি চলে।

ছাত্রলীগ নেতা জাকির হুছাইন জ্যাকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক মজিবর রহমান বলেন, শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা ছাত্রলীগ ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এ কাজে আমি ভীষণ খুশি।

খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লোটাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়েছে তাদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, ছাত্রলীগ নেতা ইসমাইল খলিল উল্লাহ, সানজিদ আহমেদ, রাজন, আরমান আলিফসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :