ভৈরবে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২৩, ১৫:১৭

কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। এসময় মাদক বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানার হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহজনক একজনকে আটক করে। এসময় আটককৃত আসামিদের দখলে থাকা একটি পিকআপ তল্লাশি করে ২০টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও ২৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের

সিনি. সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :