অস্ট্রেলিয়ায় ঘরে ঢুকে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, সহপাঠীদের বিক্ষোভ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ মে ২০২৩, ১৬:৩৭
অ- অ+

অস্ট্রেলিয়ার ডারউইনে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মো. ইশহাকুর রহমান সিফাত (২৩)। নিজ বাড়িতেই তিনি হামলার শিকার হন।

স্থানীয় সময় বুধবার (৩ মে) রয়্যাল ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে ডারউইনে বাসার বিছানায় বাংলাদেশি ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বন্ধুরা। এ সময় একজন অনুপ্রবেশকারীকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা যায়। পরে মারাত্মক আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে নেয়া হয়। মাথায় আঘাত নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যান।

এ ঘটনায় ২৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সিফাতের মৃত্যুর ঘটনায় জড়িতের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/০৫মে/এমএইচ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইশরাকের হুঁশিয়ারি
জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২
যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ ফ্ল্যাট-বাড়ির সন্ধান পেয়েছে দুদক
সংবাদপত্রে ঈদের ছুটি তিন দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা