জমি সংক্রান্ত বিরোধে ভারতে তিন নারীসহ এক পরিবারের ৬ জনকে হত্যা

প্রকাশ | ০৫ মে ২০২৩, ১৯:২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র প্রতিবেশী দেশ ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় তিন নারীসহ একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুই ব্যক্তিকে। খবর এনডিটিভির।

ঘটনাটি ঘটেছে সকাল ১০টার দিকে জেলা সদর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামে, ধীর সিং তোমর এবং গজেন্দ্র সিং তোমর নামক দুই পরিবারের মধ্যে।

ঘটনার মর্মান্তিক ভিডিও ফুটেজে দেখা গেছে, রাইফেল বহনকারী বেশ কয়েকজন লোককে শক্ত লাঠি দিয়ে মারধর করার পর নিরস্ত্রদের গুলি করছে।

২০১৩ সালে বর্জ্য ডাম্পিং নিয়ে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ধীর সিং তোমরের পরিবারের দুজন লোক তখন নিহত হয়েছিল এবং গজেন্দ্র সিং তোমরের পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল।

আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে মিটমাট হয় এবং পরবর্তী পরিবার আজ গ্রামে ফিরে আসে। ধীর সিং তোমরের পরিবার পূর্ব পরিকল্পনা মতো লাঠিসোঁটা ও গুলি ছুড়ে তাদের ওপর হামলা শুরু করে বলে অভিযোগ।

খুন হওয়া ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং তোমর ও তার দুই ছেলেও ছিলেন।

হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে চাইলে পুলিশ জানায়, দুই গ্রুপের মধ্যে পুরনো শত্রুতা ছিল।

একজন কর্মকর্তা বলেন, ‘আজকের কথিত খুনিদের পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে নিহতদের স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।’

পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৫মে/এসএটি)