পাগলা মসজিদের দানবাক্সে ১৯ বস্তা টাকা, গণনা চলছে

প্রকাশ | ০৬ মে ২০২৩, ১০:২৪ | আপডেট: ০৬ মে ২০২৩, ১১:০৫

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলোতে এবার ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকাল ৯টায় দান বাক্সগুলো খোলা হয়।

এদিন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনার কাজ শুরু হয়। গণনার কাজে মাদরাসার ছাত্র, ব্যাংকের স্টাফ, মসজিদ কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

জানা গেছে, প্রতিবারের মতো এবারও দানবাক্সে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার মিলেছে।

মসজিদ কমিটি জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর এই দানবাক্সগুলো প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া দানের টাকা থেকে পাগলা মসজিদ ও এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদরাসা, এতিমখানা এবং কবরস্থানের কাজে ব্যয় করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায়ও সহায়তা দেওয়া হয়।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি দান বাক্সগুলো খোলা হয়েছিল। তখন আটটি দানবাক্স থেকে ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা পাওয়া যায়।

আরও পড়ুন: মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

প্রসঙ্গত, কিশোরগঞ্জের ঐতিহাসিক স্থাপনা পাগলা মসজিদ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর গড়ে উঠে।

(ঢাকাটাইমস/০৬মে/এসএম)