ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক উৎসব শুরু, বিকালে মূল অনুষ্ঠান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ মে ২০২৩, ১৪:১০| আপডেট : ০৬ মে ২০২৩, ১৫:১৮
অ- অ+

রানীর অধ্যায় শেষে সাত দশক পর আনুষ্ঠানিকভাবে নতুন রাজা পেতে যাচ্ছে ব্রিটেনের মানুষ। আড়ম্বরপূর্ণ উৎসবে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে দেওয়া হবে তৃতীয় চার্লসকে। ব্রিটিশ রাজতন্ত্রে রাজা হিসেবে অভিষিক্ত হবেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পুত্র।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার সকালেই শুরু হয়েছে উৎসবের। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে গেছেন লন্ডনে।

ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্রিটেনজুড়ে রাজকীয় সাজসজ্জা। প্রাসাদের সামনে ভিড় হাজার হাজার উৎসুক মানুষের। লন্ডন শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২৯ হাজার পুলিশ সদস্য।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলেছে, রাজকীয় শোভাযাত্রা দিয়ে শনিবার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে। ‘ডায়মন্ড জুবিলি স্টেট কোচে’ করে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে যাবেন রাজা তৃতীয় চার্লস। সঙ্গে থাকবেন কুইন কনসোর্ট ক্যামিলা।

ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকে রাজা ফিরবেন ‘গোল্ড স্টেট কোচ’ নামের আরেকটি রাজকীয় বাহনে। এরপর ঐতিহাসিক প্যারেড। সেখানে অংশ নেবেন ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশের কয়েক হাজার সেনা।

রাজপরিবারের প্রথা অনুযায়ী, সাতশ বছরের পুরোনো ঐতিহাসিক সিংহাসনে বসবেন চার্লস। এসময় তার পরনে থাকবে সোনার জরি দিয়ে তৈরি রেশমের লম্বা কোট। রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজ্যাভিষেকে এই কোট পরেছিলেন।

এরপর আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসকে মাথায় রাজমুকুট পরিয়ে দেবেন আর্চবিশপ। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি রাজমুকুটে ৪৪৪টি রত্নসহ বহুমূল্যবান রুবি, টোপাজ ও স্যাফায়ার পাথর রয়েছে। এরপর কুইন কনসোর্টকে পরানো হবে রানী মেরির মুকুট।

রাজ্যাভিষেকের আয়োজনে বাজানো হবে গ্রীক সংগীত। এছাড়াও রাজার পছন্দের মোট ১২টি নতুন গান শোনানো হবে। রাজাকে অভিষিক্ত করা হবে জেরুজালেম থেকে আনা বিশেষ সুগন্ধি জলপাই তেল দিয়ে।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের গোটা আয়োজনে ব্যয় হচ্ছে আনুমানিক ১০ কোটি পাউন্ড। খরচের পুরোটাই বহন করছে যুক্তরাজ্য সরকার। অনুষ্ঠানের পুরোটাই বিবিসি ওয়ান ও বিবিসি বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

(ঢাকাটাইমস/০৬মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির
‘আগামী দিনের বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ’
দেশে গডফাদারতন্ত্র শেষ করেছি, আর কোনো গডফাদার হতে দেব না: নাহিদ
সাজিদ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের প্রহসনের প্রতিবাদে উত্তাল ইবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা