সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় আম

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
| আপডেট : ০৮ মে ২০২৩, ১১:৩৫ | প্রকাশিত : ০৮ মে ২০২৩, ১০:৪১

‘ঝড়ের দিনে মামার দেশে/আম কুড়াতে সুখ,/পাকা জামের শাখায় উঠি/রঙিন করি মুখ।’ পল্লীকবি জসিম উদদীনের ‘মামার বাড়ি’ কবিতার সঠিক সময় এখন। বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে গাছে গাছে ঝুলছে ছোট-বড় কাঁচা আম।

মধুমাস জ্যৈষ্ঠের আগমনী বার্তায় উত্তরের জনপদ আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি আম গাছে সবুজ পাতার আড়ালে মৃদু বাতাসে দোল খাচ্ছে থোকায় থোকায় বাহারি আম।

জানা গেছে, এবার আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় এখানকার আমের গুণগত মান ভালো রয়েছে। এছাড়া চলতি মৌসুমে এই উপজেলায় আমের ফলনও ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর ও চাষিরা।

চলতি মৌসুমে উপজেলায় অনাবৃষ্টির কারণে অনেকটা বিপাকে পড়েছিলেন আমচাষিরা। তবে সম্প্রতি সময়ে কয়েক দফায় বৃষ্টির ফলে অনেকটা স্বস্তি বোধ করছেন বাগান মালিকরা। সবচেয়ে ভালো মানের আম উৎপাদন করতে শেষ সময়েও বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানিরা।

উপজেলার ভবানীপুর গ্রামের বাগান মালিক আজম প্রামাণিক ঢাকাটাইমসকে বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর বাগানে প্রায় দ্বিগুণ গাছে আম ধরেছে। আশা করছি এবার আমের ভালো ফলন হবে। দামও বেশি পাওয়া যাবে।’

আরও পড়ুন: বোরো ধানের বাম্পার ফলন: সোনালি শীষে দুলছে কৃষকের স্বপ্ন, ফুটল হাসি

উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় ঢাকাটাইমসকে বলেন, ‘চলতি মৌসুমে এ উপজেলার বাগানগুলোতে গুটি আম, গোপালভোগ, রানী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, নাগফজলী, ল্যাংড়া, ফজলী, আম্রপালী, আশ্বিনা, বারী-৪ এবং ঝিনুক জাতের আম চাষ করছেন চাষীরা। এবছর বড় আকারের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমের তেমন কোনও ক্ষতি হয়নি। এজন্য লক্ষমাত্রার চেয়ে অধিক আম উৎপাদনের সম্ভাবনাও রয়েছে।’

(ঢাকাটাইমস/০৮মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :