মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধরের অভিযোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে বৃষ্টি আক্তার নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী সৈয়দ সবুজ ও তার পরিবারের বিরুদ্ধে।
সোমবার সকালে সাংবাদিকদের কাছে লিখিত এক অভিযোগে এ তথ্য জানিয়েছে ওই গৃহবধূর পরিবার।
অভিযোগে বলা হয়, কয়েক বছর আগে জেলার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের সৈয়দ শহীদের ছেলে সৈয়দ সবুজের সঙ্গে একই গ্রামের সাইফুল তালুকদারের মেয়ে বৃষ্টি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সবুজ যৌতুকের জন্য বৃষ্টির পরিবারকে হয়রানি করছেন। এর ধারাবিকতায় গত ২ মে রাত ৯টার দিকে বৃষ্টিকে তার বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে স্বামী সবুজসহ ৭ থেকে ৯ জন মিলে মারধর করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বৃষ্টিকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারটি অভিযোগে আরও জানায়, মারধরের ঘটনার পরদিন ৩ মে রাতে সবুজসহ ৬ জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দেন। কিন্তু অভিযোগটি আমলে না নিয়ে উল্টো সৈদয় সবুজের একটি মামলা নথিভুক্ত করা হয়।
গৃহবধূ বৃষ্টির মা লিপি বেগম বলেন, আমার মেয়েকে সবুজসহ তার পরিবার আগে পরে অনেকবার মারধর করেছে। গত ২ মে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে বাড়ির পাশে আহত করে রেখে যায়। পরে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো সবুজের মামলা আমলে নিয়ে আমাদের হয়রানি করছে।
অভিযোগের বিষয়ে সৈয়দ সবুজের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
আরও পড়ুন: পিকআপটি আধা কিলোমিটার টেনে নিল ট্রেন, হেলপার নিহত
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই নারীকে নির্যাতনের ঘটনা সত্য না। বরং তার পরিবার সবুজের বাড়ি ঘরে হামলা করেছে। যে কারণে সৈয়দ সবুজের মামলা আমলে নেওয়া হয়। আর ওই নারীর মামলা আমলে নেওয়া হয়নি।
(ঢাকাটাইমস/০৮মে/এসএম)