মাদারীপুরে পরিত্যক্ত দোকানঘর থেকে পেশাদার চোরের মরদেহ উদ্ধার
মাদারীপুরের রাজৈরে পরিত্যক্ত দোকানঘর থেকে গোবিন্দ রায় (৫০) নামে এক পেশাদার চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে টেকেরহাট-কবিরাজপুর সড়কের উপজেলার হোসেনপুর ইউনিয়নের তালপট্রি নামক স্থানে একটি পরিত্যক্ত দোকানঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।
নিহত গোবিন্দ রায় একই ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোবিন্দ রায় দীর্ঘ দিন যাবত এলাকায় চুরি ও নেশা করে প্রতিদিন তালপট্রির নামক স্থানে একটি পরিত্যক্ত দোকান ঘরে ঘুমাতেন। মঙ্গলবার সকালে চোর গোবিন্দ রায়ের মরদেহ ওই পরিত্যক্ত দোকান ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তবে অনেকের ধারণা সোমবার রাতে চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়ে গোবিন্দ রায়ের মৃত্যু হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৯মে/এসএ)