বাউফলে বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২৩, ১৫:২৬
ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইয়ামিন হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বগা-বাউফল মহাসড়কের হোগলা দীনিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার বগা-বাউফল মহাসড়কের হোগলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে হোগলা দীনিয়া মাদ্রাসার ইয়াজদাহোম শ্রেণির ছাত্র।

মাদ্রাসা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ছিল কোরআন মৌখিক পরীক্ষা। দুপুর ১টার দিকে ইয়ামিন পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হলে তার বাবার সঙ্গে দেখা হয়। এ সময় জাকির হোসেন ছেলেকে দেখে বলেন, ‘চলো আব্বা তুমি আমি একই সঙ্গে বাড়ি যাই।’ এই বলে ছেলেকে কোলে তুলে তার পাশে বসায়। ট্রলিটি কিছু দূর চলার পর বাম পাশের সামনের চাকা সড়কের খাদে পড়ে। এ সময় ট্রলি থেকে ছিটকে নিচে পড়ে যায় ইয়ামিন। জাকির হোসেন ছেলে পড়ে যাওয়া খেয়াল করতে না পেরে ট্রলি সামনের দিকে টান দেন। এতে পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় ইয়াছিন। স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়ামিনের বাবা বলেন, দুই ছেলে এক মেয়ের মধ্যে ইয়ামিন সবার ছোট। ছেলেটি রোদের মধ্যে এই গরমে হেঁটে বাড়ি যাবে। এই ভেবে ওকে আমি গাড়িতে তুলি। কিন্তু মুহুর্তের মধ্যে কি হতে কি হলে গেল। আমার ছেলের মৃত্যু আমার হাতেই। এই বলে অঝোরে কান্না করছিলেন তিনি।

ঘটনার তথ্য স্বীকার করে বাউফল থানার (ওসি) তদন্ত মো. মিজানুর রহমান বলেন. খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ইয়ামিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :