আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ১০ মে ২০২৩, ১৫:৩২ | আপডেট: ১০ মে ২০২৩, ১৫:৫২

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর খনন করার অপরাধে হৃদয় খান (২৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

দণ্ডাদেশ পাওয়া হৃদয় খান উপজেলার কোনাগ্রাম এলাকার বাসিন্দা উসমান খানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, অননুমোদিতভাবে কৃষিজমি কেটে পুকুর খনন, কৃষিজমি চাষে ব্যবহৃত পাওয়ার ট্রাক্টরকে অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহার ও রাস্তার ক্ষতি সাধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও। পরে অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় হৃদয় খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা টাইমসকে জানান, কৃষিজমি নষ্ট করে অননুমোদিত পুকুর খনন, কৃষি কাজের পাওয়ার ট্রাক্টর দ্বারা অবৈধভাবে মাটি পরিবহনের মাধ্যমে রাস্তার ক্ষতিসাধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১০মে/ এমআই/এসএ)