ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ১১ মে ২০২৩, ০৮:২৭ | আপডেট: ১১ মে ২০২৩, ০৮:৩৩

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের নগরকান্দায় ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে আব্দুল মান্নান মাতুব্বর নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে ফসলি জমির মাঠে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

জানা গেছে, উপজেলার বিভিন্ন একালায় ভেকু মেশিন দিয়ে ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে একটি চক্র। এই মাটি ট্রলি গাড়িতে ভর্তি করে ইটভাটায় নেওয়ার সময় কোটি টাকায় ব্যয়ে নির্মিত সড়কগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। ট্রলির মাটি সড়কে পড়ে কাঁচা ও পাকা সড়ক মরণফাঁদে পরিণত হওয়ায় ঘটছে দুর্ঘটনা। 

স্থানীদের দাবি, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকার ফসলি জমি রক্ষা পাবে।

আরও পড়ুন: বগুড়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে হান্নান মাতুব্বর নামে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় আমাদের এ ধরণের অভিযান চলমান থাকবে।

(ঢাকাটাইমস/১১মে/এসএম)