আইওসিতে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

প্রকাশ | ১১ মে ২০২৩, ১২:২০ | আপডেট: ১১ মে ২০২৩, ১৩:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই দিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (আইওসি) যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

বৃহস্পতিবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাকে স্বাগত জানান। 

শুক্রবার শুরু হচ্ছে দুদিনব্যাপী এ সম্মেলন। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা জোরদারে আলোচনার জন্য এতে অন্তত ২৫টি দেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিরা যোগ দেবেন। এ সম্মেলনে যোগ দেবেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রুপুন। তিনি এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার সকালে চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন। পৃথ্বীরাজের সফর সামনে রেখে এর আগেই স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।   

উল্লেখ্য, দুই দিনব্যাপী সম্মেলন আগামীকাল শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/১১মে/এফএ)