তাড়াশে মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

প্রকাশ | ১১ মে ২০২৩, ১৫:৪৭

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে দিকে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ৩ জনকে ও পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামের ১জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় তাদের কাছে থেকে গাঁজা জব্দ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত সুরেষ রবিদাসের ছেলে লিটন রবিদাস, আমজাদ হোসেনের ছেলে আব্দুল হাকিম, শফিকুল ইসলামের ছেলে কবির হোসেন ও পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামের গোলাপ সরকারের ছেলে আলামিন সরকার।

তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম জানান, গোপন  সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড  দেয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/১১মে/এআর)