‘শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধিতে বঙ্গবন্ধু কন্যার রয়েছে গভীর মনোযোগ’

প্রকাশ | ১২ মে ২০২৩, ১৯:৪৬

ঢাকাটাইমস ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে গভীর মনোযোগ। দেশব্যাপী শিক্ষার গুণগতমান উন্নয়ন ও বিস্তারে বঙ্গবন্ধু কন্যার দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনার কারণে দেশের শিক্ষাখাত এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।’

চাঁদপুরের হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের ১৮ বছর পূর্তি উপলক্ষে ‘উচ্ছ্বসিত প্রাণের মেলা-২০২৩’ এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস, বঙ্গবন্ধু কর্নার, শহিদ মিনার উদ্বোধন ও শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও সাংস্কৃতিক জাগরণে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নসহ অসাম্প্রদায়িক বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালনায় বিকল্পহীন বঙ্গবন্ধু কন্যা। ইতোমধ্যে তিনি বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। দেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রজন্ম গড়ে তোলায় তাঁর ভূমিকা অনন্য।’

শিক্ষকদের উদ্দেশে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন,  ‘দেশ গড়ায় শিক্ষকদের অবদান অনস্বীকার্য। কেউ এটা স্বীকার করুক বা না করুক- সেটি বিবেচ্য বিষয় নয়। শিক্ষকদের আদর্শনিষ্ঠ শিক্ষা গ্রহণ করেই দেশ ও বিশ্বে নেতৃত্বাস্থানীয় ভূমিকা পালন করছে আমাদের শিক্ষার্থীরা। তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, সে মূলত আপনাদের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে তৈরি করছে। সেকারণেই শিক্ষকদের পেশা, অন্য পেশার সঙ্গে তুলনীয় নয়। শিক্ষক তার আপোন পেশায় সমহিমায় ভাস্বর। এই সমাজে অন্যরা যাই করুক না কেন, শিক্ষক এবং শিক্ষার্থীরাই দুঃসময়ে সঠিক ভূমিকা পালন করে। আর এ সকল কিছুর প্রেরণা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি শিক্ষা বিস্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন।’

শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য ভূমিকার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাঁকে অভিনন্দন জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থাপনায় যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোকে দূরে ঠেলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সচেষ্ট থাকবো আমরা। তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।’

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং কমিটির সভাপতি মোহাম্মদ শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মো. সালাহউদ্দিন ভুঁইয়াসহ কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

(ঢাকাটাইমস/১২মে/এসএ)