কোন ক্যানসারের কী লক্ষণ? জীবন ঝুঁকিতে পড়ার আগেই চিনে নিন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ মে ২০২৩, ০৯:৪১| আপডেট : ১৪ মে ২০২৩, ১১:০৬
অ- অ+

ক্যানসার বা কর্কটরোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখনো পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। কারণ প্রাথমিক অবস্থায় ক্যানসার সহজে ধরা পড়ে না। ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা নেয়াও সম্ভব হয় না।

এদিকে অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে না গেলে গলা ও মাথার ক্যানসার সহজে ধরা পড়ে না। তবে কয়েকটি লক্ষণ দেখে এই ক্যানসার আগেই টের পাওয়া সম্ভব। জীবন ঝুঁকিতে পড়ার আগে জেনে নিন কোন ক্যানসারে কী কী লক্ষণ দেখা দেয়।

মুখের ক্যানসার

গলা ও মাথার মধ্যেই পড়ছে মুখ। মুখে ক্যানসার হলে কোনো কারণ ছাড়াই মুখ ফুলতে থাকে। চোয়াল বড় হয়। ঠোঁট প্রায়ই অসাড় হয়ে যায়। বাড়াবাড়ি পর্যায়ে গেলে কথাও জড়িয়ে যেতে পারে। তাই এসব লক্ষণ দেখলেই চিকিৎসকের শরণাপন্ন হোন।

গলার ক্যানসার

গলার ব্যথা দুই সপ্তাহেও কমছে না। খাবার গিলতে রীতিমতো অসুবিধা হচ্ছে। এমনকি বারে বারে কাশি হচ্ছে ও কানে ব্যথা করছে। এগুলো গলার ক্যানসারের প্রাথমিক লক্ষণ। এসব লক্ষণ দেখলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে ভুল করবেন না।

নাকের ভেতরের ক্যানসার

বারবার নাক বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ নাক থেকে রক্ত পড়তে থাকার মতো লক্ষণগুলো নাকের ভেতরের ক্যানসারের বড় লক্ষণ। ঠান্ডাজনিত সমস্যা ভেবে অনেকেই এই সমস্যাকে এড়িয়ে যান। কিন্তু এবার থেকে আর নয়। লক্ষণ দেখলেই ছুটুন ডাক্তারের কাছে।

ল্যারিংক্স ক্যানসার

খাবার গিলতে সমস্যা থেকে কানের ব্যথা। ল্যারিংক্স ক্যানসারে গলার আওয়াজও পাল্টে যেতে পারে। এছাড়াও অনবরত কাশি হতে থাকে এই মারণরোগে।‌ লক্ষণগুলো অনেকটা নাকের ভেতরের ক্যানসারের মতোই।

স্যালাইভারি গ্ল্যান্ড ক্যানসার

স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ লালাগ্রন্থির ক্যানসারও সাধারণ কিছু উপসর্গের মাধ্যমে ধীরে ধীরে মারণরোগের আকার নেয়। এই ক্যানসারে কানের ব্যথা থেকে চোয়াল বড় হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। তাই বিপদের আঁচ পেলেই ডাক্তার দেখান।

(ঢাকাটাইমস/১৪মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা