চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২৩, ১৭:২৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি গ্রামে অদূরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা জনতা ট্রাকটি জব্দ করে এবং চালক ও সহকারী চালককে (হেলপার) গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত আয়ান আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, আয়ান চুল কেটে বাইসাইকেলযোগে ফুফুর বাড়ি যাচ্ছিল। ফুফু বাড়িতে না থাকায় সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ সময় পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে শিশু আয়ানের মাথা চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ট্রাকের চালক ও সহকারী চালককে হালকা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঢাকা টাইমসকে বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন বলে জেনেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :