মঙ্গলবার শহীদ মিনারে গার্ড অব অনার দেয়া হবে ফারুককে

প্রকাশ | ১৫ মে ২০২৩, ১৬:৫৭ | আপডেট: ১৫ মে ২০২৩, ১৭:০৪

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বীর মুক্তিযোদ্ধা নায়ক ও সংসদ সদস্য ফারুকের মরদেহ মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে আসবে। পরে শ্রদ্ধা জানাতে নেয়া হবে শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনারদেয়া হবে তাকে।

সোমবার ফারুকের খালাতো ভাই আগা খান মিন্টু এসব তথ্য জানান। তিনি বলেন, মরদেহ দেশে পৌঁছানোর পর বেলা ১১টায় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন ও  শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে।

পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে ফারুককে।

আগা খান আরও বলেন, ফারুকের ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তিনি জিবিএস নামে বিরল নিউরোলোজিক্যাল রোগে ভুগছিলেন। টানা দেড় বছর চিকিৎসা শেষে অবশেষে মারা গেলেন অভিনেতা।

কিংবদন্তি এই নায়ক ও রাজনীতিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন চলচ্চিত্র ও গানের জগতের বহু তারকাও।  

(ঢাকাটাইমস/১৫মে/এলএম/এজে)