ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন বিকল হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ | ১৮ মে ২০২৩, ১৭:৩৬ | আপডেট: ১৮ মে ২০২৩, ১৭:৫৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চলন্ত অবস্থায় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের রেলপথের আশুগঞ্জ উপজেলার আপলাইনে নাওঘাট এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলছে।

তালশহর রেলওয়ে স্টেশনের মাস্টার এসএম নাজমুল হাসান বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনটি দুপুর দেড়টার দিকে ছেড়ে আসে। এরপর তালশহর স্টেশনের আউটারে এসে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরও বলেন, এরই মধ্যে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন আনা হয়েছে। এটি তিতাস কমিউটার ট্রেনে সংযুক্ত করা হবে। আধা ঘণ্টার মধ্যে আপলাইনে আবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সচল হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রফিকুল ইসলাম বলেন, তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তাই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপাতত চট্টগ্রাম ও সিলেট অভিমুখী ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

(ঢাকাটাইমস/১৮মে/এআর)