রাজবাড়ীতে ইকোলোজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ সভা

প্রকাশ | ১৮ মে ২০২৩, ২০:১২ | আপডেট: ১৮ মে ২০২৩, ২০:২০

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ী সদর উপজেলায় (শহিদ ওহাবপুর) রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় ‘ইকোলোজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ' শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে সবজির বড় ক্রেতাদের সঙ্গে কৃষকদের বাজার সংযোগ সভা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলার শহিদ ওহাবপুর ইউপি হলরুম কক্ষে এ সভা হয়।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

সভায় বক্তব্য দেন এসডিসির মার্কেটিং ম্যানেজার কাজি শাকিব হাসান, ও সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ প্রকল্প-এর অন্যান্য কর্মকর্তা, উপজেলার সবজি ক্রেতা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং সবজি ক্রেতাগণ কৃষকের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে ক্রয়ের এবং কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। পাশাপাশি কৃষকগণ নিরাপদ উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রয়ে আগ্রহ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১৮মে/এআর)