পূর্ণাঙ্গ সম্প্রচারে ‘গ্রিন টেলিভিশন’

‘তোমার চোখে বিশ্ব দেখি’—এই স্লোগান সামনে রেখে পরীক্ষামূলক সম্প্রচার শেষে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সম্প্রচারে গেল শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘গ্রিন টেলিভিশন’।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনটির পূর্ণাঙ্গ সম্প্রচার অনুষ্ঠান উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘এই টেলিভিশন চ্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিবাচক ও সঠিক ইতিহাস তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি।’
স্পিকার বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। আমরা যেন কোনো ভুল সংবাদ প্রচার না করি এদিকে খেয়াল রাখতে হবে। ভুল সংবাদ প্রচার হলে চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।’
গ্রিন টিভি জনকল্যাণে সংবাদ প্রচার করবে প্রত্যাশা করে স্পিকার বলেন, ‘পরিবেশদূষণ, শব্দদূষণ, নদীদূষণ ও দুর্নীতির বিরুদ্ধে সঠিক সংবাদ প্রচার করে গ্রিন টিভি তাদের নামের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে বলে মনে করি।’
শিরীন শারমিন বলেন, ‘গণমাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছে। গ্রিন টিভি কাজের ক্ষেত্রে নারীবান্ধব চ্যানেল হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করি।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। দেশে তার হাতেই বেশি টেলিভিশন যাত্রা করেছে। ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে তিনি বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে ১০টি ছিল, আজ গ্রিন টিভির মাধ্যমে ৩৯টি সম্প্রচারে গেল। দেশে ৪৭টি টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। সামনে আরও দেওয়া হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, গণমাধ্যমের বিকাশের সঙ্গে রাষ্ট্রের বিকাশ জড়িত। গণমাধ্যমের বিকাশ হলে দেশের বিকাশ হয়।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, গ্রিন টেলিভিশনের পরিচালক ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।
অতিথিদের বক্তব্য শেষে গ্রিন টিভির লোগো উন্মোচন করা হয় এবং কেক কাটা হয়।
(ঢাকাটাইমস/১৯মে/এমআই/কেএম)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

ডেইলি স্টারের সম্পাদককে শতকোটি টাকার লিগ্যাল নোটিশ মেয়র তাপসের

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিবজার নতুন কমিটির শ্রদ্ধা

বিজেএসের প্রশিক্ষণ ফেলোশিপ পেলেন ৪০ সাংবাদিক

নতুন রূপে পত্রিকা ‘মুহুরী’

পিবজার নির্বাচনে হেরে গেলেন ড. কলিমুল্লাহ, নতুন নেতৃত্বে অ্যাড. রুহী ও ডা. রথীন্দ্র

ডিইউজে নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

ঢাকা টাইমস সম্পাদকের আরোগ্য কামনায় দোয়া

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই: আইজিপি

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
