মুখে ‘লজেন্স’ দিয়ে সংখ্যালঘুদের আশ্বস্ত করা যাবে না: রানা দাশগুপ্ত

মুখে ‘লজেন্স’ গুলিয়ে দিয়ে সংখ্যালঘুদের আশ্বস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। বলেন, মুখে মধু আর লজেন্স গুলিয়ে দিয়ে সংখ্যালঘুদের আর আশ্বাস্ত করা যাবে না। এদেশে সকল ধর্মের লোকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
শনিবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাদারীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সম্মেলন শেষে বিকালে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
রানা দাশগুপ্ত বলেন, ‘যে কেউ বিভিন্ন দলের হতে পারে। সেটা নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোনও মাথা ব্যথা নেই। অনেকেই পরিষদকে ভারতের দালাল বলে, অনেকে আবার আওয়ামী লীগের দালাল বলে। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষদ সম্পূর্ণ বাংলাদেশের দালাল। এদেশের জন্যে সব ধর্মের লোকজন রক্ত দিয়ে যুদ্ধে করে স্বাধীন করেছে। তাই সরকারকে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। না হলে আগামীতে বৃহৎ পরিষরে আমদের দাবি তুলে ধরা হবে।’
শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের শিল্পকলা একাডেমিতে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। মাদারীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্যামল কুমার দের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল, এ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রী বাপ্পাদিত্য বসু উপস্থিত ছিলেন।
সম্মেলনে জেলা কমিটির সভাপতি পদে শ্যামল কুমার দে ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট বিমল চন্দ্র বাড়ৈর নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, ধীরেন্দ্র নাথ, হরিপদ দাস, প্রশান্ত রাহা, তাপস কুমার দাস, বিনিময় সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, প্রদ্যুৎ কুমার সরকার, কমল তালুকদার, প্রদীপ কুমার সাহা ও বিধান বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। তারা আগামীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
(ঢাকাটাইমস/২১মে/এসএম)

মন্তব্য করুন