বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ রুবেলের মায়ের ইন্তেকাল
প্রকাশ | ২২ মে ২০২৩, ১৭:৪৫ | আপডেট: ২২ মে ২০২৩, ১৭:৫৮
পদ্মা পরিবহন এজেন্সির (সংবাদপত্র পরিবহন) মালিক ও বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. রুবেল সিপাইয়ের মা মোসাম্মদ বিলকিছ বেগম (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত শনিবার (২০ মে) রাত ১১টা ৪৫ মিনিটে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমবায় সমিতি, বাংলাদেশ পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লি. ও বাংলাদেশ সংবাদপত্র সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২মে/এআর)