বরিশালে দেশের দ্বিতীয় বৃহত্তম র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ১৮, হেমায়েত উদ্দিন রোড, বিবির পুকুরের উত্তর পাড়, সদর রোড, বরিশাল -এ নতুন আঙ্গিকে র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোর-বরিশালের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
১৯৯৭ সালের ডিসেম্বরে বরিশাল শহরের প্রাণকেন্দ্র, সদর রোডে বরিশালবাসীর জন্য অফিসিয়াল সনি পণ্য নিয়ে সনি-র্যাংগস বরিশাল শোরুমের যাত্রা শুরু হয়। দীর্ঘ ২৫ বছর পরে নতুন আঙ্গিকে, আরো বড় পরিসরে ৩০০০+ স্কয়ার ফুট আয়তন নিয়ে র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোর-বরিশালের উদ্বোধন হল। এই শোরুমটি বরিশালের অফিসিয়াল "সনি" ও "এলজি" পণ্যের সর্ববৃহৎ ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোর।
এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির "ব্রাভিয়া এক্সআর" প্রসেসর সমৃদ্ধ ঙখঊউ টিভি, ফোরকে গুগল টিভি; সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিসিয়াল খএ ৪ক টঐউ, ঘধহড়ঈবষষ এবং ঙখঊউ টিভি; অও ওহাবৎঃবৎ রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ইলেক্ট্রোলাক্স, কেলভিনেটর, র্যাংগস, কেনস্টারসহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে ৭দিনের আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরও অনেক চমক।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস-চেয়ারপার্সন মিসেস সাচিমি হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিস বিনাস হোসেন যৌথভাবে র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোর – বরিশালের উদ্বোধন করেন
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মনসুরুল আলম ও কাজী মোস্তাফিজুর রহমান; র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার, মোহাম্মদ জানে আলম, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ক্রেতা ও গন্যমান্য ব্যক্তিরা।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
(ঢাকাটাইমস/২২মে/এমএইচ)