মানবতাবিরোধী পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

প্রকাশ | ২২ মে ২০২৩, ২৩:৩৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় পলাতক যুদ্ধাপরাধী শেখ আবুল হাসেমকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তার আসামিকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন।

গ্রেপ্তারকৃত শেখ আবুল হাসেম (৯০) ময়মনসিংহ জেলার ঈশ্বরনগর উপজেলার বাসিন্দা।

লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধাপরাধী শেখ আবুল হাসেম ও তার সহযোগী রাজাকারদের নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনসহ তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, মা-বোনসহ একাধিক নারীকে ধর্ষণ করে। এ ঘটনার প্রেক্ষিতে ২০২১ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা আদালতে একটি মামলা দায়ের করা হয়।’  

তিনি আরো জানান, ‘গোপণ সংবাদের মাধ্যমে জানতে পারি কয়েকজন পলাতক যুদ্ধাপরাধী আসামী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। আজ ভোরে ওই এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে বিচারাধীন মামলার পলাতক আসামী আবুল হাশেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২২মে/এআর)