চুয়াডাঙ্গায় সাক্ষী দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মে ২০২৩, ১২:৫৬ | প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১১:৫৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী দেওয়ায় ইশা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ইশা খাতুন আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর স্ত্রী।

আটককৃত জিন্নাহ আলী একই গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার বলেন, গত ১৩ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নে ফসলী মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় জিন্নাহ আলীর নিজের ভুট্টা ক্ষেতের আগুন দিলে সেই আগুনেই ইউনিয়নের প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানবরজ পুড়ে যায়। জিন্নাহ আলীর ভুট্টা ক্ষেতে লাগানো আগুনেই এ ঘটনা ঘটেছে বলে বৃদ্ধা ইশা সাক্ষী দেয়। এতে জিন্নাহ আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এরই জেরে তাকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে বলে জানিয়েছেন এই বৃদ্ধা ইশা খাতুন। এছাড়া লোকমুখে শোনা যাচ্ছে, সোমবার ওই বৃদ্ধা জিন্নাহ আলীকে গালিগালাজ করে। এই কারণে কুপিয়ে জখম করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ওই বৃদ্ধার হাত, পিঠসহ শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, খাদিমপুরে অগ্নিকান্ডের ঘটনায় সাক্ষী দেন এই বৃদ্ধা। এ কারণে জিন্নাহকে জরিমানা করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই বৃদ্ধাকে কুপিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। অভিযুক্ত জিন্নাহকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :