বাড়ছে ডেঙ্গু! বিপদ আসার আগেই জানুন মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়

মে মাস পড়তেই সারাদেশে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। সামনে আরও বাড়তে পারে হুঁশিয়ারি করছেন চিকিৎসকরা। আর এই ডেঙ্গু হয় এডিস মশার কামড়ে। তাই মশা তাড়ানোর কোনো বিকল্প নেই।
কিন্তু মশা তাড়ানোর সবচেয়ে পদ্ধতি মশার কয়েলে এখন আর মশা মরে না। বরং মানুষের চোখ জ্বালাপোড়া করে। একমাত্র মশারি টাঙিয়েই মশা থেকে নিরাপদ থাকা যায়। কিন্তু যেমন তেমন দিনের বেলায় মশা টাঙিয়ে ঘুমানো অনেকেই পছন্দ করেন না।
এক্ষেত্রে জানতে হবে মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়। তিনটি সহজ উপায় আছে, যেগুলো প্রয়োগ করে বাসা-বাড়ি থেকে সহজেই তাড়াতে পারেন মশা। চলুন তবে জেনে নেই সেই উপায়গুলো-
১। প্রথম টোটকার জন্য নিমের তেল, কর্পূর এবং তেজপাতা চাই। সবার আগে নিমের তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার তেজপাতার ওপর সেই মিশ্রিত তেল স্প্রে করুন। তারপর তেজপাতাটা পুড়িয়ে দিন।
যদি বাড়িতে কোনো স্প্রে বোতল না থাকে, তাহলে হাত দিয়ে তেজপাতার ওপর তেল ভালো করে লাগিয়ে নিন। তেজপাতার ধোঁয়ায় মশা এক মুহূর্তে ঘর ছেড়ে পালাবে এবং তেজপাতার ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকারকও নয়।
২। শোয়ার সময় আপনি যেদিকে মাথা দেবেন তার থেকে একটু দূরে নিমের তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি মশার উপদ্রব খুব বেশি হয় তাহলে সেই তেলে একটু কর্পূর মিশিয়ে নিন। এতে মশা আপনার ধারেকাছেও আসবে না। দিন হোক বা রাত, ঘুমাতে পারবেন আরামে।
৩। তৃতীয় উপায় হিসেবে আপনাকে নারকেল তেল, নিমের তেল, লবঙ্গের তেল, পিপারমেন্ট তেল এবং নীলগিরি তেল সমান মাত্রায় নিয়ে মেশাতে হবে। এই মিশ্রণ একটা বোতলে ঢেলে নিন। রাতে বা দিনে শোয়ার আগে এই তেল গায়ে মেখে নিন, একটা মশাও আপনার ধারেকাছে আসবে না।
(ঢাকাটাইমস/২৪মে/এজে)
সংবাদটি শেয়ার করুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত
ফিচার এর সর্বশেষ

চিরকাল যৌবন ধরে রাখতে বাদামের ম্যাজিক

শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে খেজুর

মাইগ্রেনের ব্যথা দূর করে যেসব ভেষজ গাছ

ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে হজমের সমস্যা

গরমে কালোজাম যে নিয়মে খেলে উপকার পাবেন

ডায়াবেটিসের ঝুঁকি কমায় ডার্ক চকোলেট

বার্ডস আইয়ের গরমের শার্ট

ভারতের নতুন সংসদ ভবন কতটা রাজকীয় স্থাপত্যশৈলী

সুখী থাকতে চান? একটি সহজ উপায় জেনে নিন
