ভারত বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে এলে বাংলাদেশকে আর দূরে যেতে হবে না: ওবায়দুল কাদের

প্রকাশ | ২৪ মে ২০২৩, ১৩:০৩ | আপডেট: ২৪ মে ২০২৩, ১৩:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভারত বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার রাজধানীর তেজগাঁয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে যাবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।’ 

আরও পড়ুন>> স্থিতিশীল সরকার ও প্রবৃদ্ধির রেকর্ড থাকায় বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

আরও পড়ুন>> বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী কাতার

 

এর আগে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বারৈয়ারহাট রামগড় সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ওবায়দুল কাদের। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৪মে/জেএ/এফএ)