যমজ সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০২৩, ১৫:২৭ | প্রকাশিত : ২৪ মে ২০২৩, ১৫:১৬

অনাগত যমজ সন্তানকে হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। গত ৫ মে স্ত্রীর অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মাধ্যমে সন্তানদের হারিয়েছেন তিনি। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সেই খবর জানান ইরফান।

অভিনেতা লেখেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয় আর মায়া। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল!’

জানা গেছে, যমজ সন্তান হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ইরফান। নিজের মনকে এখনো বুঝ দিতে পারছেন না তিনি। অন্যদিকে, তার স্ত্রী শারমিন সাজ্জাদ তো এখনো অসুস্থ। মানসিক ভাবেও স্বাভাবিক হতে পারেননি তিনি।

বিস্তারিত জানিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘গত দেড় বছর ধরে অসুস্থ আমার স্ত্রী। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এর মধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ জন্য গত দেড় বছর আমি সেভাবে কাজ করিনি। পরিবারকে সময় দেয়ার চেষ্টা করেছি।’

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা বলেন, ‘গত ৫ মে দুপুরে চেন্নাই থেকে ঢাকায় ফেরার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তার একটি বড় সার্জারি হয়। কিন্তু চিকিৎসক আমাদের ৬ মাসের অনাগত দুই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আর কোনো উপায় ছিল না চিকিৎসকদের হাতে।’

স্ত্রী শারমিনের শারীরিক অবস্থা জানিয়ে ইরফান বলেন, ‘আমার স্ত্রী এখনো অসুস্থ। তার চিকিৎসা চলছে। সন্তান কী সেটা উপলব্ধি করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থায় নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি।’

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :