হাতিয়ার চরঘাসিয়া গৃহহীনদের জন্য প্রস্তুত ১৯২ ব্যারাক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০২৩, ১৫:৩৬ | প্রকাশিত : ২৪ মে ২০২৩, ১৫:৩০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ চরঘাসিয়ায় গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে আশ্রয়ণ-২ প্রকল্পের ১৯২টি ব্যারাক হাউজ প্রস্তুত করা হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ নৌবাহিনী খুলনা নৌ-অঞ্চলের কমান্ডার এস এম জাহিদ হোসেন এর নেতৃত্বে নৌ-বাহিনীর একটি দল নবনির্মিত ব্যারাক হাউজগুলো পরিদর্শন করেন।

দ্রুত সময়ের মধ্যে ব্যারাকের ঘরগুলো আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ব্যারাকগুলোর উদ্বোধন করবেন। জানা গেছে, জেলার হাতিয়া উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য ২০২০ সালের আগস্টে শুরু করা হয় ব্যারাক নির্মাণের কাজ। ইতোমধ্যে ১৯২টি পাকা ব্যারাক নির্মাণ করে স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজগুলো নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৯৬০টি ইউনিট রয়েছে, যেখানে প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। যাতে রয়েছেন, পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা।

আরও পড়ুন: মানিকগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা পুলিশের অভিনব উদ্যোগ

উল্লেখ্য, এরআগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২২৪টি প্রকল্পে ৪ হাজার ২১৭টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে নৌবাহিনী। এসকল ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩২ হাজার ৪৪৫টি গৃহহীন পরিবার। এছাড়া বর্তমানে কমান্ডার খুলনা নৌ অঞ্চল আওতায় আরও ১৫২ ব্যারাক নির্মাণ কাজ চলমান রয়েছে, যা শেষ হলে আরও ৭৬০ ভূমিহীন পরিবারের বাসস্থান হবে সেখানে।

(ঢাকাটাইমস/২৪মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

এই বিভাগের সব খবর

শিরোনাম :