বুধবার পুঁজিবাজারে চলতি বছরের সবচেয়ে বড় লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন চলতি বছরের সবচেয়ে বড় শেয়ার লেনদেন হয়েছে। অপরিবর্তিত আছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে খবর, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, দর কমেছে ৯৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯১ টির।
বুধবার ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত বছরের ৯ নভেম্বর হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে। যা আগের কার্যদিবস থেকে ১৮৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৩০ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে।
বুধবার সিএসইতে ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ৫৭টির এবং ১১০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(ঢাকাটাইমস/২৪মে/এজে)
সংবাদটি শেয়ার করুন
পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত
পুঁজিবাজার এর সর্বশেষ

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মঙ্গলবার ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নাম পরিবর্তনের অনুমতি পেল শেফার্ড ইন্ডাস্ট্রিজ

বুধবার ৫ কোম্পানির লেনদেন বন্ধ, চালু ৪টির

বছরের সর্বোচ্চ লেনদেনের পরদিনই ডিএসইর সূচকে পতন

রবিবার ডিএসইতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন

বৃহস্পতিবার সূচকে উত্থান থাকলেও কমেছে লেনদেন

শেয়ার ও বন্ডের বিনিয়োগে প্রভিশন নিয়ে বাংলাদেশ ব্যাংকর নতুন নির্দেশনা

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার
