শেরপুরে চাঞ্চল্যকর কৃষক হত্যার মূল হোতা ময়মনসিংহে গ্রেপ্তার
প্রকাশ | ২৪ মে ২০২৩, ২০:৫৩ | আপডেট: ২৪ মে ২০২৩, ২২:৩৮
শেরপুরের নকলায় চাঞ্চল্যকর কৃষক আলী হোসেন হত্যার মূলহোতা খোকন মিয়াকে ময়মনসিংহের ফুলপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার খোকান নকলার চরভাবনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪-এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
তিনি জানান, আলী হোসেন প্রতিবেশী সেলিম মিয়ার ৫০ শতক জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। জমির মালিক সেলিম মিয়ার সঙ্গে প্রতিবেশী ইদ্রিস আলীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৫ মে আলী হোসেন জমির পাকা ধান কাটতে গেলে বাধা দেয় ইদ্রিস আলী ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন আলী হোসেনকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আলী হোসেনের ছোট ভাই শুক্কুর আলী ও ছেলে রাব্বি আহত হন।
র্যাবের সহকারি পরিচালক আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকেই খোকন মিয়াসহ অন্য অভিযুক্তরা পলাতক ছিলেন।
(ঢাকাটাইমস/২৪মে/এআর)