সায়েন্স ল্যাবে পুলিশের সঙ্গে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় বিএনপির ৩৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ২৫ মে ২০২৩, ১২:১৩ | আপডেট: ২৫ মে ২০২৩, ১৪:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশের ওপর হামলা ও বিআরটিসি বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৩৭

নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার বিকালে ধানমন্ডি থানা এলাকায় বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়ে ধানমন্ডি ২ নম্বর রোডে সিটি কলেজের সামনে এসে শেষ হয়। এতে বিএনপির ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী জড়ো হয়।

পদযাত্রা শেষে ধানমন্ডির ৩ নম্বর রোডের হ্যাপি আর্কেড মার্কেটের সামনে হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। তারা বিআরটিসি বাস ও ফুটপাতে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বুধবার রাজধানীর নিউ মার্কেট থানায় একটি এবং ধানমন্ডি থানায় দুটি মামলা হয়। মামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, গণপরিবহন ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

হামলাকারীদের ইট-পাটকেলের আঘাতে নয়জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

(ঢাকাটাইমস/২৫মে/এসএস/ডিএম)