আর্থিক সংকটে সানাই, পরিচালক-প্রযোজকদের যোগাযোগের আহ্বান

প্রকাশ | ২৫ মে ২০২৩, ১৩:৪৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসাকে বিয়ের পর শোবিজ থেকে দূরে ছিলেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তবে মাত্র এক বছরের মাথায় সেই সংসার ভাঙনের পথে। এখন শোনা যাচ্ছে, অর্থকষ্টে রয়েছেন সানাই।

এই অবস্থায় আবার নতুন করে অভিনয়ে ফিরতে চান সার্জারির মাধ্যমে ব্রেস্ট বড় করা সানাই। এ জন্য পরিচালক ও প্রযোজকদের নিজের ফেসবুকের ইনবক্সে যোগাযোগ করতে বলেছেন তিনি।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে সানাই লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আপনারা সবাই জানেন যে, ২০২১ সালে থেকে আমি মিডিয়া ছেড়ে ইসলামিক জীবন-যাপন করছি। সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত।’

‘আমার পক্ষে কখনোই আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করা সম্ভব না। কিন্ত এখন আমি কী করব? আপনারা বলেন আমার কী করা উচিৎ? সংসার করার জন্য সব ছেড়ে চলে আসলাম, কিন্ত সেই সংসারটা তো এরকম হওয়ার কথা ছিল না।’

‘আমার চলতে অবশ্যই আর সবার মতো অর্থ প্রয়োজন। আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আর কয়দিন চলব? বাবার কাছ থেকে টাকা নেয়াটা কি বা উচিৎ হবে? আর কতদিনই বা বাবার কাছ থেকে টাকা নেয়া যায়। এখান আমার কী করা উচিৎ আপনারাই বলেন।’

‘এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায়, তাহলে আমি অবশ্যই কাজ করব।’

‘আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যতটুকু কাজ করা যায় ততটুকুই করব। আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পেইজের ইনবক্সে।’

‘কিন্তু আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করবো। আমার বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।’

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/এজে)