পতন নিশ্চিত দেখে আ.লীগ সরকার হিংস্র হয়ে উঠেছে: সালাম

প্রকাশ | ২৫ মে ২০২৩, ১৭:২৮ | আপডেট: ২৫ মে ২০২৩, ১৮:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আয়ু শেষ হয়ে আসছে, পতন নিশ্চিত দেখে এরা হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শুধু শুধু হামলা করছে সরকার। গায়েবি মামলা দিয়ে মধ্যরাতে নেতাকর্মীদের উঠিয়ে নিয়ে যাচ্ছে।’

 

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে আব্দুস সালাম এসব বলেন।

 

১০ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২৬ মে ঢাকা মহানগর দক্ষিণ (যাত্রবাড়ী-২) জনসমাবেশ ও ২৭ মে দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

সালাম বলেন, আর কয়েকটা দিন, সরকারের পতন অনিবার্য। সরকার এটা বুঝতে পেরে মরণ কামড় দিচ্ছে। সারাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের হামলা মামলার মাধ্যমে নির্যাতন করছে। সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তারা আমাদের সভা সমাবেশের অধিকার হরণ করছে। পুলিশ প্রশাসন মনে হয় আওয়ামী লীগের প্রশাসন, দখলদারের প্রশাসন। আমরা এই পরিস্থিতির অবসান চাই।

 

বিএনপির এই নেতা বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, দলীয় সরকারের অধীনে এই দেশে কখনো সুস্থ নির্বাচন হয়নি হতে পারে না। অন্তত আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে, এটা দেশে এবং বিদেশে কেউ বিশ্বাস করে না। তাই জনগণের দাবি মানতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে। যারা এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবেন তাদের জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞা দেবে।

 

সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম আহবায়ক, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, এসকে সিকান্দার কাদিরসহ থানা এবং ওয়ার্ডের শীর্ষ নেতারা।

(ঢাকাটাইমস/২৫মে/জেবি/কেএম)