ক্রেমলিনে ড্রোন হামলার নেপথ্যে সম্ভবত ইউক্রেন: যুক্তরাষ্ট্র

প্রকাশ | ২৫ মে ২০২৩, ১৯:০১ | আপডেট: ২৫ মে ২০২৩, ১৯:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে চলতি মাসে ক্রেমলিনে চালানো ড্রোন হামলার পেছনে সম্ভবত ইউক্রেনের গুপ্তচর বা সামরিক গোয়েন্দারা জড়িত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্প্রতি এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আক্রমণটি গোপন অভিযানের একটি সিরিজের অংশ বলে মনে হচ্ছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অস্বস্তিকর করে তুলেছে। কেননা দেশটি ইউক্রেনের সামরিক সরঞ্জামের বৃহত্তম সরবরাহকারী।

মার্কিন মূল্যায়ন রুশ এবং ইউক্রেনীয় যোগাযোগের বাধার ওপর ভিত্তি করেই করা হয়েছে বলে দাবি নিউইয়র্ক টাইমসের।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কথোপকথন আটকে দিয়েছে যেখানে কর্মকর্তারা বলেছিলেন যে তারা বিশ্বাস করে তাদের দেশ এই হামলার জন্য দায়ী। রাশিয়ার যোগাযোগে ট্যাপ করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে এটি রাশিয়ার কোনো ধরণের সাজানো অভিযান নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক বলেছিলাম যে কিয়েভ সরকার এর পিছনে ছিল। দিন শেষে, কিয়েভ সরকারের কোন ইউনিট এর জন্য দায়ি তা কোনো বিষয় না। কিয়েভ সরকার এর পিছনে ছিল, আমরা এটি জানি, আমরা এটি সম্পর্কে অবগত এবং আমরা ক্রমশই তা মাথায় রেখে সামনে এগিয়ে যাব।’

মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা মনে করেন না যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সমস্ত গোপন অভিযানে স্বাক্ষর করেছেন। আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই ধরনের অপারেশন সম্পর্কে তিনি কতটা আগে থেকেই সচেতন ছিলেন তা স্পষ্ট নয়।

এই হামলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। জেলেনস্কি তাৎক্ষণিক কোনো ইউক্রেনীয় জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন।

ক্রেমলিন আরও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলার পিছনে ছিল। ওয়াশিংটন এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/এসএটি)