সশস্ত্র বাহিনীর চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্রকাশ | ২৫ মে ২০২৩, ২০:০৭
সশস্ত্র বাহিনীর চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানকে বদলি করে সশস্ত্র বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুল রহমান। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এদিকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার লে. কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
অন্য আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) লে. কর্নেল মো. সায়েদ উল হাসমতকে সেনাবাহিনী প্রত্যাবর্তন করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. ফিরোজ আল ওয়াহিদ। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকাটাইমস/২৫মে/এসএস/ইএস