রাজধানীর তিন থানার ওসিকে বদলি
প্রকাশ | ২৫ মে ২০২৩, ২২:৩৭ | আপডেট: ২৫ মে ২০২৩, ২২:৪০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়। থানাগুলো হলো- পল্লবী, শাহজাহানপুর ও খিলগাঁও।
বদলি আদেশে বলা হয়েছে, ডিএমপির গোয়েন্দা-মিরপুর বিভাগের পরিদর্শক মুহা. মাহফুজুর রহমান মিয়াকে পল্লবী থানার ওসি, খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলমকে শাহজাহানপুর থানার ওসি করা হলো। একই অফিস আদেশে শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লাকে খিলগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলামকে গোয়েন্দা-মিরপুর বিভাগে পদায়ন করে আদেশ জারি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৫মে/এসএস/কেএম)