ভালোবাসার কাছে বয়স আবারও হার মানল

আরও একবার ভালোবাসার কাছে হার মানল বয়স। ৬০ তো একটা সংখ্যা মাত্র। মন এখনো চিরযৌবন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্যই জনপ্রিয়। রিল আর রিয়েলের মধ্যে বিস্তর ফারাক। দুটি চরিত্র সম্পূর্ণ বিপরীতধর্মী। বড় পর্দায় খল চরিত্রে অভিনয় করলেও বাস্তবে বড্ড রঙিন মনের মানুষ আশিস বিদ্যার্থী।
৬০ বছর বয়সে পেশায় ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে সেই আপ্তবাক্যটিকে সত্যি বলে প্রমাণ করলেন অভিনেতা। বৃহস্পতিবার (২৫ মে) ইন্টিমেট সেরিমনির মাধ্যমে চার হাত এক করে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন আশিস। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাদের লাভ স্টোরি জানতে উৎসুক ভক্তরা।
কীভাবে রূপালির সঙ্গে প্রেমের সূত্রপাত, তারপর দুটি মনের মিলন। তাদের লাভ স্টোরি জানতে একপ্রকার উত্তেজিত আশিসের অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আশিস বিদ্যার্থীর দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া আসামের মেয়ে। অনেক দিন ধরেই না কি তারা ডেট করছিলেন। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন। একটি ফ্যাশন শুটে রূপালির সঙ্গে আশিসের প্রথম সাক্ষাৎ। সেখানে তাদের মধ্যে ফোন নম্বর আদানপ্রদান হয়। এরপর কথাবার্তা শুরু। ধীরে ধীরে পরস্পরের মনেই ভালোবাসার প্রথম অনুভূতি জাগতে শুরু করে।
বিয়ের কয়েক বছর আগে থেকেই আশিসের সঙ্গে সম্পর্কে ছিলেন ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়া। প্রেমের সম্পর্ককে পরিণতি দেওয়া উচিত বলে মনে করেন দুজনেই। সেই জন্যই কাছের মানুষদের নিয়ে বিবাহিত জীবনে পা রাখার চিন্তাভাবনা করেন আশিস-রূপালি।
এই বিয়ের মাধ্যমে বলিউডের ভিলেনকে এখন বাস্তবের ‘দ্য মোস্ট রোমান্টিক পার্সন’ বলা যেতেই পারে। দ্বিতীয় স্ত্রী রূপালির হাত ধরে আরও রঙিন আশিস। একসঙ্গে পথ চলা শুরু করেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা। বলেন, ‘৬০ বছরে রূপালিকে বিয়ে করতে পেরে আজ আমি ভীষণ খুশি। মনের মধ্যে দারুণ একটা অনুভূতি কাজ করছে। সকালে আমরা কোর্ট ম্যারেজ করেছি। তারপর বিকালে কাছের মানুষদের নিয়ে একটা গেট টুগেদার করছি।’
এদিকে, আশিস-রূপালির বিয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়া। ওই সংসারে তাদের এক পুত্রসন্তান রয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্টে মনের কথা লিখেছেন রাজশী। একটিতে লেখেন, ‘যে আপনার জীবনে সঠিক মানুষ, সে কখনোই বুঝতেই দেবে না আপনি তার জীবনে কী ভূমিকা রাখেন। তারা এমন সব কাজ করবে না, যা আপনাকে আঘাত করবে।’
অপর পোস্টে অভিনেতার প্রাক্তন স্ত্রীর সংযোজন, ‘এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা আর সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার জীবন শান্তিপূর্ণ হোক। আপনি অনেক শক্তিশালী। সকলের আশীর্বাদ প্রয়োজন। কারণ এটা আপনার প্রাপ্য।’
(ঢাকাটাইমস/২৬মে/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে বিদ্যুৎ বিল দিয়ে যাবে: শ্রীলেখা

‘আদিপুরুষ’ মুক্তির আগে বিয়ের পরিকল্পনা জানালেন ‘বাহুবলী’র প্রভাস

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অক্ষয় কুমারের হাতে তুলে দিলেন শেখ তন্ময়

সংসদে বিদ্যুৎ নিয়ে বক্তব্য: ট্রল না করে ধৈর্য ধরার আহ্বান মমতাজের

রাজনীতিক ফেরদৌস: যশোর-৩ সদরের পর এবার ঢাকা-১৭

স্তনে বাইকারের ঘুষি, জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন কঙ্গনা!

৫০ বসন্তে নায়ক ফেরদৌস আহমেদ

বিএনপির ষড়যন্ত্রে অভিনয় ছেড়েছিলেন, দাবি শমী কায়সারের! কী ঘটেছিল?

অক্টোবরে শুরু হচ্ছে মেগা ধারাবাহিক ‘অপারেশন বাংলাদেশ’ শুটিং
