ইউক্রেনের ক্লিনিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত ১৫

প্রকাশ | ২৬ মে ২০২৩, ১৬:৪৬ | আপডেট: ২৬ মে ২০২৩, ১৬:৫০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার পূর্ব ইউক্রেনের শহর দিনিপ্রোর একটি ক্লিনিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।

তিনি এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা করেছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে জেনেভা কনভেনশনের অধীনে একটি গুরুতর যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে, যা যুদ্ধে সৈন্য ও বেসামরিকদের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত তা নির্ধারণ করে।

ভিডিও ফুটেজে দেখা গেছে একটি বিধ্বস্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকর্মীরা তা দেখছেন। আশেপাশে পার্ক করা গাড়ির মতো তিনতলা বিল্ডিংয়ের ওপরের তলার বেশিরভাগ অংশই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি টুইটারে লিখেছেন, ‘আরেকটি (রুশ) ক্ষেপণাস্ত্র হামলা, মানবতার বিরুদ্ধে আরেকটি অপরাধ। দিনিপ্রো শহরের একটি মানসিকস্বাস্থ্য সেবাদানকারী ক্লিনিক এবং একটি পশুচিকিত্সা ক্লিনিকের ভবনগুলি ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।’

রাশিয়া বারবার অভিযোগ অস্বীকার করেছে যে তাদের সৈন্যরা ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, রাজধানী কিয়েভ, দিনিপ্রো এবং পূর্ব অঞ্চলে রাতারাতি হামলায় ব্যবহৃত রাশিয়ার ১০টি ক্ষেপণাস্ত্র এবং ২০টির বেশি ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করেছে।

রয়টার্স প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

রাশিয়া ১৫মাস আগে ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছে। তাদের দাবি ইউক্রেন একটি রকেট এবং একটি ড্রোন দিয়ে দক্ষিণ রাশিয়ার দুটি অঞ্চলে আঘাত করেছে।

(ঢাকাটাইমস/২৬মে/এসএটি)