ইউজিসি চেয়ারম্যানকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

প্রকাশ | ২৬ মে ২০২৩, ১৭:০২

ঢাকাটাইমস ডেস্ক

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ ও আদর্শনিষ্ঠ মানুষ। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রথম মেয়াদে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সরকার তাকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করায় উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন তিনি। এই নতুন পথযাত্রায় তার সার্বিক সাফল্য কামনা করছি।’

উল্লেখ্য, অধ্যাপক ড. শহীদুল্লাহ অত্যন্ত দক্ষতার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো তার সেই কৃতিত্বপূর্ণ সময়কে স্মরণ করে। উপাচার্য তার ব্যক্তিগত এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসির নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান।

 

(ঢাকাটাইমস/২৬মে/এসএ)