ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা, প্রাণে রক্ষা পরিবারের

প্রকাশ | ২৬ মে ২০২৩, ১৭:০৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারসহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে। আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তার গাড়িটিকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও সপরিবারে প্রাণে রক্ষা পান তারা।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঢাকা টাইমসকে জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর এবং ছেলে মোহাম্মদ খোখর ও কন্যা হুদা আব্বাস খোখরকে নিয়ে শ্রীমঙ্গলে  যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৩-১৯-৩২) ডেপুটি হাই কমিশনার গাড়িটিকে মুখোমুখি চাপা দেয়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক মো. সাইফুল ইসলাম (৩০)কে বাসসহ আটক করা হয়। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

আটক বাসচালক হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে।

ঢাকাটাইমস/২৬মে/ইএস