চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ একজনকে আটক

প্রকাশ | ২৭ মে ২০২৩, ১২:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ একজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ী নামক এলাকায় সিএনজি অটোরিকশায় থাকা এক ব্যক্তিকে তল্লাশি করে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেমিতখাঁ ছোটমসজিদ মহল্লার আলী হোসেনের ছেলে মো. কমল (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া শনিবার সকালে বিষয়টি জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র চোরাচালান হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ী নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রাত ১১ টার দিকে ওই এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ কমল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

এ ঘটনায় শিবগঞ্জ থানায় আককৃত ব্যক্তি নামে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এসএম)