প্রেমের আগুনে অঙ্গ জ্বলছে মারিয়া মিমের
প্রকাশ | ২৭ মে ২০২৩, ১৫:৩০ | আপডেট: ২৭ মে ২০২৩, ১৬:১২
পরনে লাল রঙের শাড়ি, সঙ্গে লম্বা হাতার ব্লাউজ। হাতে চুড়ি, আঙুলে আংটি। গলায় পুঁতির মালা। ঠোঁটে লিপস্টিক। কানে বড় দুল। চোখের পাঁপড়িতে কাজল মাখা। চুলগুলো ছেড়ে দিয়ে পা তুলে বসে আছেন বেঞ্চে। সাম্প্রতিক ফটোশুটের বেশকিছু ছবিতে এমন আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে ছবিগুলো শেয়ার করেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন— ‘সারা অঙ্গে জ্বলছে দেখো প্রেমের আগুন, নিবাতে গিয়ে কেন জ্বালাও দিগুন, কী দিয়ে বুঝাই মনের ভ্রমরটাকে, ও সে চায় তোমাকে, তুমি চাও আমাকে।’
এসব ছবি প্রকাশ্যে আসার পর মিমের রূপের আগুনে জ্বলছেন নেটিজেনরা। প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। অনেকে আবার কটাক্ষ করে মন্তব্য করতেও ছাড়ছেন না। সাফির মাহমুদ নামে একজন লিখেছেন, ‘আমাকে খুন করার জন্য এমন কয়েকটি ছবিই যথেষ্ট!’ রেদাউর রহমান লিখেছেন, ‘এই আগুনে জ্বলতে চাই।’ এমন অনেক মন্তব্য শোভা পাচ্ছে ছবির কমেন্ট বক্সে।
২০১৮ সালে দেশের শোবিজ অঙ্গনে পা রাখেন মারিয়া মিম। একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয়। এরপর মিম স্যাভলন হ্যান্ডওয়াশ, ডিপ্লোমেটিক মিল্ক, ওয়ালটন, সিটি ব্যাংকসহ ত্রিশের অধিক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।
২০২১ সালে ‘রিভেঞ্জ’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও অদৃশ্য কারণে এতে কাজ করেননি মিম। একই বছরে ‘হ্যালো সোহানা’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেন ফারহান খান।
(ঢাকাটাইমস/২৭মে/এলএম)