বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশ | ২৮ মে ২০২৩, ১০:৪৪ | আপডেট: ২৮ মে ২০২৩, ১১:৩৭

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে স্কুল পড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) বিকেলে উপজেলার রান্ধুনীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া (১৩) ওই গ্রামের রাসেল মিয়ার পুত্র। সে উপজেলার জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয়রা জানায়, নয়ন মিয়া বাড়ির পাশে ফসলি জমিতে বক শিকার করার জন্য ফাঁদ তৈরি করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

আরও পড়ুন: উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: এনামুল হক শামীম

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

(ঢাকাটাইমস/২৮মে/এসএম)