৯৯৯ এ কল, মেঘনায় ডুবতে থাকা নৌযান থেকে ৩ শ্রমিক ও সিমেন্ট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১৫:০৮
ফাইল ফটো

ভোলার পূর্ব ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে সিমেন্টসহ ডুবতে থাকা নৌযান (বাল্ক হেড) থেকে তিন শ্রমিক ও দুই হাজার সিমেন্ট উদ্ধার করেছে নৌপুলিশ ও কোস্ট গার্ড।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

গতকাল শনিবার (২৭ মে) বিকালে ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন ইব্রাহিম নামের এক শ্রমিক।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ কলটেকার কনস্টেবল বিলকিস আক্তার কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং ভোলা পূর্ব ইলিশা সদর নৌ থানা ও কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানান। ৯৯৯ ডিসপাচার এএসআই আজগর আলী সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রেখে উদ্ধার তৎপরতার খোঁজ-খবর নিতে থাকেন।

সংবাদ পেয়ে ভোলা পূর্ব ইলিশা নৌ থানা পুলিশের একটি দল উদ্ধারকারী নৌযান ও পানি সেঁচার পাম্পসহ দ্রুত ঘটনাস্থলে যায়। তিন জন মাঝিকে উদ্ধার এবং কাত হয়ে পড়া নৌযান থেকে উদ্ধারকারী নৌযানে সিমেন্টের ব্যাগ স্থানান্তর করা হয়। পাম্পের সাহায্যে পানি অপসারণ করে নৌযানটিকে নিরাপদে তীরে পৌঁছে দেয়া হয়। কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দলও সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করে।

(ঢাকাটাইমস/২৮মে/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :