খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি, তিন মাসেই বেড়েছে ১১ হাজার কোটি

প্রকাশ | ২৮ মে ২০২৩, ১৭:২৩ | আপডেট: ২৮ মে ২০২৩, ১৭:৫১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ হয়েছে ১০ হাজার ৯৫৪ কোটি টাকা। আর দেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। খেলাপি ঋণ বাড়তে থাকা অর্থনীতির জন্য একটি খারাপ লক্ষণ বলে বিশ্লেষকরা জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট খেলাপি ঋণের মধ্যে ৫৭ হাজার ৯৫৯ কোটি টাকা বা ১৯ দশমিক ৮৭ শতাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে আর ৬৫ হাজার ৮৮৯ কোটি টাকা বা ৫ দশমিক ৯৬ শতাংশ বেসরকারি ব্যাংকগুলোর।

সরকারি মালিকানাধীন বিশেষায়িত তিনটি ব্যাংকের মোট ঋণের ১২ দশমিক ৮০ শতাংশ বা ৪ হাজার ৭৩২ কোটি টাকা খেলাপি। আর বিদেশি ব্যাংকগুলোর তিন হাজার ৪২ কোটি টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ ঋণ খেলাপি।

গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৬ কোটি টাকা বকেয়া ঋণের মধ্যে নন-পারফর্মিং ঋণের (এনপিএল) অনুপাত ৮ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। আর গত বছরের মার্চে ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

(ঢাকাটাইমস/২৮মে/ডিএম)